Pages

Thursday, March 28, 2013

বাংলাদেশে মোবাইল ফোনের দাম, লেটেস্ট মডেল, ফীচার, রিভিউ দেখে নিন অনলাইনে

বাংলাদেশে মোবাইল ফোনের দাম, লেটেস্ট মডেল, ফীচার, রিভিউ দেখে নিন অনলাইনে

টিউন করেছেন : spyridon 

 

মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোন সম্পর্কে জানা অত্যাবশ্যক। শুধু কেনার জন্যই নয় বরং বর্তমান স্মার্টফোনের যুগে লেটেস্ট মোবাইল ফোন মডেলগুলোতে কি কি নতুন ফিচারস যোগ করা হলো, ব্যবহারকারীর মন্তব্য ইত্যাদি সম্পর্কে জানাটাও একটা চরম আগ্রহের বস্তু হয়ে দাড়িয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনের চাহিদা যেকোনো উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে কম নয়। দেশের ১৬ কোটি মানুষের একটা বড় অংশ মোবাইল ফোন তাদের দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে থাকেন।
যে জিনিসটাকে আপনি আপনার নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নিবেন তার সম্পর্কে জানা জরুরি। মোবাইল ফোনের ক্ষেত্রে জানা জরুরি যে -
  • আপনার বাজেটের মধ্যে কোন ব্রান্ডের কোন মডেল বাজারে পাওয়া যাবে,
  • ফোনটি সম্পর্কে ব্যবহারকারী বা জনগনের মতামত কি,
  • ফোনের  স্পেসিফিকেশন বা ফীচার কি কি
  • কোন মডেলগুলো বর্তমানে জনপ্রিয়
ইত্যাদি।
তথ্য যুগে এসকল তথ্য আপনি ঘরে বসেই জেনে নিতে পারবেন। বাংলাদেশ এক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে চলছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি পেতে পারেন বাংলাদেশে মোবাইল ফোন সম্পর্কে আপনার কাঙ্খিত তথ্যাবলি। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ওয়েবসাইট হচ্ছে mobiledokan.com. সাইটটি আমার এতই পছন্দ যে এটা সম্পর্কে দুএকটি কথা আপনাদের না বললেই নয়। এখানে মোবাইল ফোন সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী নির্ভুল এবং চমৎকারভাবে সাজানো হয়েছে। ওয়েবসাইটির ডিজাইনও খুবই মানসম্মত। সাইটের উপরে সার্চ বক্সে মোবাইল ফোন মডেলের নাম ইংরেজিতে টাইপ করে পেয়ে যাবেন সকল তথ্য। আশা করি আমার দেয়া তথ্য আপনাদের উপকারে আসব।

 

2 comments: