Pages

Sunday, March 24, 2013

বাংলালিংক ফোন ব্যাক-আপ

বাংলালিংক ফোন ব্যাক-আপ

অভিনব ও প্রয়োজনীয় উপায়ে বাংলালিংক প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলালিংক নিয়ে এসেছে বাংরালিংক ফোন ব্যাকআপ!
বাংলালিংক ফোন ব্যাকআপ সার্ভিস-এর মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের সকল কনট্যাক্ট নাম্বার, ক্যালেন্ডার, কার্যসূচী, এসএমএস, ফটো, ভিডিও এবং অডিও নিরাপদে রাখতে পারবেন। ফোন ব্যাকআপ সার্ভিস নিরাপদভাবে আপনার মোবাইলের ডাটা কপি করে সংরক্ষণ করে। পরবর্তীকালে দুর্ঘটনাক্রমে আপনার ফোন হারিয়ে গেলে কিংবা আপনি ফোনটি পরিবর্তন করলে, সংরক্ষিত ডাটা পুনরুদ্ধার করতে পারবেন।

ফোনের তথ্য ব্যাকআপের জন্য তিনটি অপশন রয়েছে:
  • হ্যান্ডসেট ক্লায়েন্ট:
    উন্নত ক্লায়েন্ট সাপোর্ট জিপিআরএস/এজ-সম্বলিত উচ্চ মানসম্পন্ন হ্যান্ডসেট, যেখানে একটি ওয়াপ অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাধ্যমে ব্যাকআপ এবং রিস্টোর সংঘটিত হয় এবং হ্যান্ডসেটে সংরক্ষিত হয়।
     
  • সিংকএমএল:
    সিংকএমএল ক্লায়েন্ট সাপোর্ট জিপিআরএস/এজ-সম্বলিত মাঝারি মানের হ্যান্ডসেট, যেখানে ফোন ব্যাকআপ ওয়েবসাইটের এককালবর্তীকরণের মাধ্যমে ব্যাকআপ এবং রিস্টোর সংঘটিত হয়।
সাবস্ক্রাইব করা সকল গ্রাহকের একটি ফোন ব্যাকআপ অ্যাকাউন্ট থাকবে, যেখানে তারা পাসওয়ার্ড প্রদর্শনের মাধ্যমে একটি ওয়েব পোর্টাল থেকে তথ্য পাঠাতে, সম্পাদনা করতে, দেখতে এবং সংরক্ষিত তথ্য ফিরে পেতে পারবেন।
এসএমএস ব্যাকআপ:
এসএমএস ব্যাকআপ যেকোনো ধরনের হ্যান্ডসেটে, যেমন, জিপিআরএস/এজ-সম্বলিত কিংবা জিপিআরএস-বিহীন উভয় ধরনের হ্যান্ডসেটেই কাজ করে।
সাবস্ক্রাইব করা সকল গ্রাহকের একটি ফোন ব্যাকআপ অ্যাকাউন্ট থাকবে, যেখানে তারা পাসওয়ার্ড প্রদর্শনের মাধ্যমে একটি ওয়েব পোর্টাল থেকে উপাত্ত পাঠাতে, সম্পাদনা করতে, দেখতে এবং সংরক্ষিত তথ্য ফিরে পেতে পারবেন।
*জিপিআরএস/এজ-সম্বলিত হ্যান্ডসেটের জন্য ফোন ব্যাকআপ ইউসেজ বাংলালিংক ওয়াপ ব্রাউজিং (apn: blwap)-এর সাহায্যে সম্পন্ন হবে।


প্যাকেজ-সমূহ ক্লায়েন্ট-ভিত্তিক প্যাকেজ
(উন্নত ও সিংকএমএল গ্রাহকের জন্য জিপিআরএস/এজ-সম্বলিত হ্যান্ডসেট সমর্থিত)
এসএমএস-ভিত্তিক প্যাকেজ
(সব ধরনের জিপিআরএস/নন-জিপিআরএস-সম্বলিত হ্যান্ডসেট সমর্থিত)
ব্যাকআপ অপশন কনট্যাক্ট, এসএমএস, ফটোস, ভিডিওস, অডিও, ক্যালেন্ডার এবং কার্যসূচী কনট্যাক্ট
সাবস্ক্রাইব করতে টাইপ করুন start এবং পাঠিয়ে দিন ৬৬০০ নম্বরে টাইপ করুন start<স্পেস>p এবং পাঠিয়ে দিন ৬৬০০ নম্বরে
আন-সাবস্ক্রাইব করতে টাইপ করুন stop এবং পাঠিয়ে দিন ৬৬০০ নম্বরে টাইপ করুন stop এবং পাঠিয়ে দিন ৬৬০০ নম্বরে
মাসিক সাবস্ক্রিপশন ফি* টাকা ২০ টাকা ১০

*ভ্যাট এবং উপাত্ত চার্জ প্রযোজ্য
এসএমএস বেসড প্যাকেজ থেকে ক্লায়েন্ট বেজড প্যাকেজে উন্নতিকরণ: টাকা ১০

No comments:

Post a Comment