Pages

Thursday, September 5, 2013

আত্মপ্রকাশ করল ‘মোবাইল ক্রেডিট কার্ড’ স্বস্তি

আত্মপ্রকাশ করল ‘মোবাইল ক্রেডিট কার্ড’ স্বস্তি


নিজস্ব প্রতিবেদক: নতুন বার্তা ডটকম

ঢাকা: দেশে প্রথমবারের মতো চালু হলো মোবাইল ক্রেডিট কার্ড ‘স্বস্তি’। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে স্বয়ংক্রিয় এই ডিজিটাল ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমটি চালু করল বিডিজবস ডট কম। ক্রেডিট কার্ড ছাড়াই কেবল মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষিণক এই ঋণ সেবা ব্যবস্থাপনায় সহযোগি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাচ- বাংলা ব্যাংক ও এনজিও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র।   


চার মাস সীমিত আকারে পরীক্ষামূলক অপারেশনের পর বুধবার আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। পূর্বাণী হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ)  চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন এবং বেসিস সভাপতি ফাহিম মাশরুর ।

অনুষ্ঠানে স্বস্তির প্রকল্প পরিচালক  ও বিডিজবস.কমের চেয়ারম্যান আহমদ ইসলাম মুকসিত স্বস্তির পরিচিতি পর্বে বলেন, ‘‘স্বস্তি হলো মোবাইলের মাধ্যমে প্রাপ্ত একটি জরুরি ঋণ সুবিধা। সেবাটির মাধ্যমে প্রান্তিক মানুষ তার জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এতে আলাদা কোনো ক্রেডিট কার্ড বা ডিভাইসের প্রয়োজন হবে না। স্বস্তির সঙ্গে রেজিস্ট্রেশন গ্রাহক, তার মোবাইলটি ব্যবহার করে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ঋণের টাকা উত্তোলন বা পরিশোধ করতে পারবেন অল্প সময় ও স্বল্প-ব্যয়ে। এজন্য কেবল একটি সাধারণ মোবাইল প্রয়োজন হবে।’’  
জরুরি অবস্থায় চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা ব্যয়, ঈদ-পূজা-নববর্ষ ইত্যাদি উৎসবে খরচ, ভ্রমণ ব্যয়সহ দৈনন্দিন পারিবারিক প্রয়োজনে স্বস্তির মাধ্যমে ঋণ পাওয়া যাবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, সাধারন মোবাইল ডিভাইস ব্যবহার করে তাৎক্ষনিক এই ঋণ-সুবিধা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জরুরি প্রয়োজনে কম খরচে অর্থের সংস্থান করবে। এই সেবা দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

এসময় লোন-ব্যবস্থাপনার এই পদ্ধতিকে অভিনব হিসাবে আখ্যায়িত করে স্বস্তির সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ড. কাজী খলিকুজ্জামান।  

অনুষ্ঠানে স্বস্তির গ্রাহক রুমানা আহমেদ তার ব্যক্তিগত জরুরি প্রয়োজনে সেবা গ্রহনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

Source: http://www.natunbarta.com

No comments:

Post a Comment