Pages

Monday, August 5, 2013

মোবাইল ফোনের সিম ক্লোনের খবর নিয়ে উদ্বেগ

মোবাইল ফোনের সিম ক্লোনের খবর নিয়ে উদ্বেগ

 

ইন্টারনেটসহ বিভিন্ন গণমাধ্যমে মোবাইল ফোনের সিম ক্লোনের খবর ছড়িয়ে পড়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে, +৯২, #৯০ এবং #০৯ তিনটি প্রাইমারি কোডের কোনো ফোনকল আসলে সেটি ধরার সঙ্গে সঙ্গেই মোবাইল সিমের সব ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে। তবে দেশের মোবাইল কমিউনিকেশন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞরা এক্ষেত্রে বিভক্ত মত দিচ্ছেন। দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন কর্তৃপক্ষও জানিয়েছে, খবরটি জানতে পেরে তাদের শীর্ষ পর্যায়ের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেও এখন কোন আশঙ্কার বিষয়ে নিশ্চিত হতে পারেননি তারা। গ্রামীণফোনের চিফ টেকনিক্যাল অফিসার তানভীর বার্তা৭১ডটকমকে জানান, গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার মতো কোন কিছু এখনও পাননি তারা। একই কথা বলেছেন, দেশের অপর শীর্ষ এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সুমন আহমেদ সাবির। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে এটি একেবারেই অসম্ভব। অহেতুক গ্রাহকদের উদ্বিগ্ন না করার জন্যে তিনি সবার প্রতি আহ্বান জানা। তবে ভিন্ন মত জানিয়েছেন, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান নেতাসের বাংলাদেশ প্রধান মুশফেক আনাম। তিনি বলেন, যদিও এখানে ব্যান্ডউইথসহ অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কিন্তু প্রযুক্তি এখন এমন পর্যায়ে চলে গেছে যে কোন কিছুই আর অসম্ভব নয়। গত কয়েক দিনে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, সেলফোনে কল করার মাধ্যমে অন্যের সেল থেকে তথ্য ছিনতাইয়ের শিকার হয়েছেন সে দেশের লক্ষাধিক মোবাইল গ্রাহক। সেসব খবরে বলা হচ্ছে, +৯২, #৯০ এবং #০৯ প্রাইমারি কোর্ড থেকে কল আসা মানেই কলার কল রিসিভারের তথ্য ক্লোন করতে চাইছে। অর্থাৎ বুঝতে হবে কলার আপনার সেলফোনের তথ্য কপি করছে। এ ধরনের তথ্য অন্যের হাতে চলে গেলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সুযোগ থাকে। আর সামাজিক মর্যাদা বা ব্লাকমেইলিংয়ের খপ্পরে পড়ার বিষয় তো থাকছেই। কারণ সেলফোনে আজকাল অনেকে ব্যক্তিগত তথ্য, ছবি বা কোড সংরক্ষণে অভ্যস্ত হয়ে পড়েছে। তবে এ সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত সেলফোন গ্রাহকদের অপরিচিত কল রিসিভ ও মিসড কলব্যাক না করতে পরামর্শ দেয়া হয়েছে। বলা হচ্ছে, কল এলে নম্বরটি ভাল করে দেখে নিন, তা +৯২, #৯০, #০৯ নম্বর দিয়ে শুরু কি না!  

 

Source: http://www.barta71.com

 

1 comment:

  1. মুশফেক আনাম সাহেবের কথা একদম সঠিক। বর্তমানে টেকনোলজির দ্বারা অনেক কিছু সম্ভব। তাই এই বিষয়ে সবার দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক।

    ReplyDelete